আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:১৭

যশোর কেশবপুরে ইউনিয়ন পরিষদের তালা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়ন পরিষদে তালা লাগানো কে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যানের লোকজনের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ঘটেছে।
বুধবার (১২ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। বিএনপির পক্ষ থেকে কয়েকজন চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর অপরসারনের জন্য ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।ঘটনাস্থলে প্রশাসনের লোক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বুধবার দুপুর ১ টায় চিংড়া বাজার ও আশপাশের বিএনপির নেতাকর্মী চিংড়া বাজারে অবস্থিত সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর অপসারণের দাবিতে তালা ঝুলিয়ে দেয়। এপরপর চেয়ারম্যানের লোকজন ওই তালা ভেঙ্গে ফেলাই উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়লে ইউপি মেম্বার সবুরসহ প্রায় ২০জন আহত হয়।
আহত হচ্ছেন চেয়ারম্যানের ভাই মোজাহিদুল ইসলাম পান্না (৪০), মাজাহারুল ইসলাম মানিক (৩৫), গোলাম মোস্তফা (৪৫), রনি (৩২), নাঈম হোসেন (২২), রকি (২৬), আকাশ (২৫), সাগর (২৭), ইউনূচ হোসাইন (৩২) ও আবু সাঈদকে (৩০) কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তো বলেন, কিছু সন্ত্রাসী লোক পরিষদে তালা ঝুলিয়ে দিলে এলাকাবাসী তালা ভেঙ্গে দিয়েছে। এ সময় তারা এলাকাবাসীর উপর হামলা করে মারপিট করে।
বিএনপি’র ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন বলেন, চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম ৫ আগস্টের পরে ওই চেয়ারে বসে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপততপরতায় লিপ্ত আছেন। বিভিন্ন সময় তিনি বিএনপি সহ এই সরকারের নামে বিভিন্ন কথাবার্তা বলেন। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল সে কারণেই ইউনিয়ন পরিষদে তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে এলাকার মানুষ ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন।

আরো সংবাদ