আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৪

যশোর খাজুরায় বাস পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত

শনিবার সকালে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাঘারপাড়ার ভাটারআমতলা এলাকায় একজন (২৮) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দু’জন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কেয়াঘাটা এলাকার মধু মন্ডলের ছেলে মাসুম (২৫), মোস্তফা মোড়লের ছেলে বাবু (৩০) একই জেলার শাওন ও কামরুল।
আহতরা জানান, শনিবার ভোরে সাতক্ষীরা থেকে পিকআপে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে সকাল ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলা নামক স্থানে মাছবাহী পিকআপটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম ও পরিচয় পাওয়া যায় নি।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু আহসান জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই একজন মারা যান। আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। ভর্তি আছেন দু’জন।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে।

আরো সংবাদ