আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৩

যশোর খাজুরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণের মৃত্যু

সোমবার (১৫ আগস্ট) তেলীধান্যপুড়া এলাকায় বাঘারপাড়া-খাজুরা মহাসড়কে যশোরের খাজুরায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিফ হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সোমবার বিকাল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

আরিফ হোসেন স্থানীয় রায়পুর ইউনিয়নের দর্গাহপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহিন মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফ বিকেল ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে খাজুরা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলীধান্যপুড়া এলাকার বাঁশতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আরিফ সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করা হলে পথিমধ্যে মারা যান আরিফ।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক অভিজিৎ সিংহ রায় জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুইটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করেননি।

আরো সংবাদ