আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৫

যশোর জেনারেল হসপিটালে চুরির অভিযোগে নারী আটক।

যশোর সদর হাসপাতালে এক নারীকে চুরির অভিযোগে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর হাসপাতালের করোনারি বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

যশোরের বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামের ফিরোজা বেগম নামে এক নারী তিনি ডাক্তার দেখাতে হাসপাতালে যান। এ সময় মেডিসিন সামনে অবস্থানকালে তার ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৮০০ টাকা চুরির চেষ্টা করেন চুড়ামনকাটি গ্রামের সাথী।

চুরির ঘটনাটি হাসপাতালের এক চিকিৎসক চোখে পড়লে তিনি উপস্থিত লোকজনের সহায়তায় সাথীকে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আইনগত হেফাজতে নেন এবং বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।

পুলিশ জানিয়েছে, আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->