আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫১

যশোর জেনারেল হাসপাতালের ১০ কর্মচারী শোকজ

যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সাথে দ্বন্দ্বের জের ধরে ১০ কর্মচারীকে শোকজ করেছে স্বাস্থ্য অধিদফতর। শোকজে কেনো তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে না তা আগামী সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি হাসপাতালে এসেছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি আসার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান।

ওই চিঠিতে বলা হয়েছে, গত বছরের ১৫ ডিসেম্বর হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে।

তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি ১০ কর্মচারীর বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসক সোহানুর রহমান সোহান, শাহাজাদ জাহান দিহান ও নাফিম ফাহমিদকে মারপিটের ঘটনায় দোষী প্রমাণিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর তত্ত্বাবধায়ক ২৬ ডিসেম্বর তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতর সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারায় ‘অসদাচরণের দায়ে কর্মচারী শাহজাহান আলী, দীপক রায়, নুরুজ্জামান, মৃত্যুঞ্জয় রায়, জহুরুল ইসলাম, রতন কুমার সরকার, তপন, মেহেদী, শরিফুল ও জিল্লুুর বিরুদ্ধে কেনো বিভাগীয় মামলা করা হবে না, আগামী সাত কর্মদিবসের মধ্যে তা স্বাস্থ্য অধিদফতরে লিখিতভাবে জানাতে হবে।

এব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ১০ কর্মচারীকে বিষয়টি জানিয়ে দিয়েছি। চিঠিতে আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।’

আরো সংবাদ