আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০৬

যশোর জেনারেল হাসপাতালে শাহীন চাকলাদারের নির্মিত ডেঙ্গু ওয়ার্ডের উদ্ধোধন আজ।

ডেস্ক রিপোর্ট : যশোরে ডেঙ্গু রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।

সোমবার রাতেও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ৬৩ জন। ।

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। তার নিজ উদ্যোগে হাসপাতালের একটি ভবনে ‘ডেঙ্গু কর্ণার’ কর্ণার নামে গড়ে তোলা হয়েছে ।

আজ মঙ্গলবার এই কর্ণারের উদ্বোধন করা হবে। এছাড়া ডেঙ্গু রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে শাহীন চাকলাদার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরীক্ষার এনএস-১ ডিভাইজ বা কীটও সরবরাহ করছেন।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রেখে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু এতে সাধারণ রোগীদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক শাহীন চাকলাদার জানতে পেরে নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে ডেঙ্গু কর্ণার নামে দুটি ইউনিট করে দিয়েছেন।মঙ্গলবার এই ইউনিটের উদ্বোধন করা হবে।

সোমবার দুপুরে ডেঙ্গু কর্ণারের কাজের অগ্রগতি দেখতে ও ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক শাহীন চাকলাদার। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন, দপ্তর সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী শহিদুল হক শাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এসএস ইউসুফ শাহিদ, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিয়ামত উল্যাহ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান কবির শিপলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন প্রমুখ।

আরো সংবাদ