আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:৪৮

যশোর জেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক :: আসন্ন আগামী ২৭ নভেম্বর যশোর জেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে আজ যশোর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

যশোর জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক অহিদুল তরফদার খান জাহান আলী 24/7 নিউজকে জানান, আজকের বর্ধিত সভায় সর্বমোট ০৮ টি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটি গুলো হলো- অর্থ কমিটি, আপ্যায়ন কমিটি, সাজ-সজ্জা কমিটি, স্বেচ্ছাসেবক উপকমিটি, অভ্যার্থনা কমিটি, প্রচার উপ কমিটি, স্বাস্থ্য উপ কমিটি, দপ্তর উপ কমিটি।

অর্থ উপকমিটির আহবায়ক শহিদুল ইসলাম মিলন, সদস্য শাহীন চাকলাদার,স্বপন কুমার ভট্টাচার্য, কাজী নাবিল আহম্মেদ, ইসমত আরা সাদেক,শেখ আফিল উদ্দীন, রনজিৎ কুমার রায়, নাসির উদ্দীন, মইনুল আলম টুলু।

অভ্যর্থনা কমিটির আহবায়ক শাহীন চাকলাদার, সদস্য আব্দুল খালেক, এ্যাড:জহুর আহম্মেদ, আলহাজ্জ খয়রাত হোসেন, মোফাজ্জেল হোসেন খসরু, সাইফুজ্জামান পিকুল।

দপ্তর উপকমিটির আহবায়ক অহিদুল ইসলাম তরফদার, সদস্য আমিরুল ইসলাম রন্টু, কাজী দেলোয়ার হোসেন, নবী নওয়াজ মো: মুজিবদৌলা সরদার কনক।

প্রচার উপকমিটির আহবায়ক নবী নওয়াজ মো: মুজিবদৌলা সরদার কনক। সদস্য কাজী বর্ণ উত্তম, গোলাম মোস্তফা, দিলীপ কুমার বিশ্বাস,মাজহারুল ইসলাম প্রিন্স, সরদার ওলিয়ার রহমান, হাসান বিপু,নিয়ামত উল্লাহ।

স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক মোশারেফ হোসেন, সদস্য ফারুক আহম্মেদ কচি, সুখেন মজুমদার, আব্দুস সুবর হেলাল, আশিফুদৌলা সরদার অলোক, তৌহিদুর রহমান ফন্টু,শাহারুল ইসলাম, কবিরুল আলম, আলমগীর হোসেন আলম,ঈমাম হাসান নীল।

স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক ডা. এম এ বাশার সদস্য হুমায়ুন কবীর, রোকেয়া পারভীন ডলি, রেজাউল ইসলাম।


আপ্যায়ন কমিটি আহবায়ক বাবু মোহিত কুমার নাথ, সদস্য আসাদুজ্জামান আসাদ, মেহেদি হাসান মিন্টু, এস এম মাহমুদ হাসান বিপু, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সিরাজুল হক মধু, এনামুল হক বাবুল, প্রভাষক ফারুক হোসেন,গোলাম মোস্তফা,হাসান আলী,এস এম হাবিব,আবু সেলিম রানা, নুর জাহান ইসলাম নীরা।

সাজসজ্জা উপ কমিটির আহবায়ক মো: আফজাল হোসেন, সদস্য মীর জহুর, আশরফুল আলম লিটন, এহেসানুর রহমান লিটু, জিয়াউল হোসেন হ্যাপী, মো. শফিউদ্দিন অরুন, মশিয়ার রহমান।

প্রতিটি উপজেলার জনসংখ্যার ওপর ভিত্তি করে আগামী ২৭ নভেম্বরের সম্মেলনে কাউন্সিলর নির্বাচন করা হবে। বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় প্রতি ১০০০০ (দশ হাজার) জনসংখ্যার বীপরিতে ১ জন কাউন্সিলর নির্ধারণ করা হবে।এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কো-অপশনে প্রতিটি উপজেলা থেকে ০৫ (পাঁচ) জন করে কাউন্সিলর নির্ধারণ করা হবে।

বক্তারা বলেন, কোন ভায়ের নামে শ্লোগান দেওয়া যাবেনা, কোন প্রার্থীর প্যানা ফেস্টুন কাউন্সিলের মাঠে ব্যবহার করা যাবে না,যশোর কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জেলা আওয়ামীলীগের কাউন্সিলে হট্রগোল করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রসাশনিক ব্যবস্থা নেওয়া হবে, কোন প্রার্থীর প্যানা ফেস্টুনে সভাপতি ও সেক্রেটারির ছবি ব্যবহার করে কিছু লেখা যাবেনা।

যশোর জেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন’র সভাপতিত্বে আজকের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য ,
মেজর জেনারেল অবঃ প্রফেসর ডাঃ নাসির উদ্দিন এমপি, যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, সংসদ সদস্য ইসমাত আরা সাদেক।


আজকের যশোর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার ৮টি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।


উক্ত বর্ধিত সভায় আসন্ন ২৭ শে নভেম্বর যশোর জেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ