আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:৩০

যশোর জেলা মহিলা আ’লীগের ত্রি–বার্ষিক সম্মেলন: প্রথম অধিবেশন শেষ

যশোর প্রতিনিধি : আজ শনিবার (১২ ই অক্টোবর ২০১৯) যশোর জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য।

আজকের মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন  সকাল ১০ টায় উদ্ভোধন করবেন এমনটা কথা থাকলেও প্রায় সাড়ে তিন ঘন্টা পরে এই সম্মেলনের উদ্বোধন হয়।

সাজ সাজ পরিবেশে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে হাজারও নারীর উপস্থিতিতে সকাল থেকেই ভর্তি ছিলো জেলা পরিষদের হলরুম।বেনার, ফেস্টুন, ঝান্ডা হাতে প্রার্থী সহ সমর্থকরা সাদরে বরণ করে নেন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ সফর সঙ্গীদেরকে।

সকাল থেকেই সম্মেলনের প্রধান অতিথি পীযুষ কান্তি ভট্টাচার্য্য উপস্থিত থেকে আসন অলংকৃত করলেও উদ্ভোধক সহ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের দেরিতে আসায় জনমনে ব্যাপক পশ্নের সৃষ্টি হয়েছে।

প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নূরজাহান ইসলাম নিরা ।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য , বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক,  ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার সহ প্রমুখ।

বিকাল ৫.০০ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শেষ হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত