আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৫৮

যশোর ট্রাফিক বিভাগের হাইড্রলিক হর্ণ আটক অভিযান পরিচালনা

স্টাফ রিপোর্টার : যশোর ট্রাফিক বিভাগ হাইড্রলিক হর্ণ আটক অভিযান পরিচালনা করেছে। পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পাল বাড়ি মোড়ে ইন্সেপেক্টর সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ইন্সেপেক্টর শুভেন্দু কুমার মুন্সি, সার্জেন্ট নিশিকান্ত, ও সার্জেন্ট খায়রুল। ইন্সেপেক্টর সাখাওয়াত হোসেন জানান, অভিযান পরিচালনাকালে প্রায় ৪০ টি ট্রাক থেকে ৮০ টি হাইড্রোলিক হর্ণ খোলা হয়। প্রতিদিনই শহরের প্রবেশ মুখে অভিযান পরিচালনা করে হাইড্রলিক হর্ণ আটক করা হবে।

আরো সংবাদ