আজ - সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:১০

যশোর নতুন হাটে পানিতে ডুবে প্রান গেলো শিশুর।

যশোরের কোতোয়ালি থানার নতুনহাট এলাকায় পুকুরে ডুবে রাইসা নামে ৯ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত রাইসা যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের রনি আহমেদের মেয়ে। সে ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ছুটি কাটাতে বাবার খালার বাড়ি নতুনহাট এলাকায় বেড়াতে গিয়েছিল রাইসা। খেলার সময় অসাবধানতাবশত খালু গাউসুলের বাড়ির পুকুরে পড়ে যায়।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোতোয়ালি থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত