আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৭:৫৩

যশোর নরেন্দ্রপুর থেকে বিপুল পরিমানে চোরায় রেল পাটি উদ্ধার,আটক-৪

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের সফল অভিযানে ১১ পিচ চোরাই রেল পাটি যাহার ওজন ৬৩২ কেজি, ২১ পিচ চোরাই রেলওয়ের সিলিভার যাহার ওজন অনুমান ৭৫৭ কেজি উদ্ধার সহ গ্রেফতার ৪ জন।

গত ২৮ এপ্রিল রবিবার ডিবি যশোরের এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরষিত রায়, এএসআই মোজাম্মেল হোসেন, এএসআই নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি চৌকস টীম সন্ধা ৭ ঘটিকার সময় নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া মোড় হাইওয়ে তেল পাম্পের পাশে ইসরাইল হোসেন এর অব্যবহৃত চাতালের দক্ষিন পাশ থেকে রবিউল ইসলাম পিতা-মৃত আজগর আলী খাঁ, মোজাহার শিকদার পিতা- আফতাব শিকদার, গাজী অহিদুল, পিতা -মৃত মহর আলী গাজী,মনিরুল ইসলাম পিতা মৃত নাজিম উদ্দিন মোল্লাকে মোট ১১ পিচ চোরাই রেল পাটি যার ওজন ৬৩২ কেজি, মোট ২১ পিচ চোরাই রেলওয়ের সিলিভার, যার ওজন অনুমান ৭৫৭ কেজি সহ গ্রেফতার করেন। জব্দকৃত আলামতের মূল্য অনুমান ১,১২,০০০/- টাকা।
এ সংক্রান্তে এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

আরো সংবাদ