আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫৮

যশোর পুলিশ সুপার কতৃক পুরস্কৃত এসআই মফিজুল ইসলাম।

যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলামকে (পিপিএম) পুরস্কৃত করা হয়েছে। গত ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে ব্যাপক সফলতা অর্জন করায় যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়।

জানা যায়, গত ডিসেম্বর মাসে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ চরমপন্থী সদস্যকে গ্রেফতার অবৈধ অস্ত্র, বোমা তৈরীর ২ কেজি বিস্ফোরক দ্রব্য, সুতলী বোমা উদ্ধারসহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভুমিকা পালন করায় গতকাল সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই মফিজুল ইসলাম পিপিএমকে ক্রেষ্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন।

যশোর জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিবিআই ও সিআইডির পুলিশ সুপারসহ জেলার অন্যান্য পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। পুরস্কারের পেয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, যেকোন ভাল কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহাকে বৃদ্ধি করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->