আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৪৪

যশোর পৌরসভা নির্বাচনে জেলা আ’লীগ সভাপতি/সম্পাদক ও এম.পির মোট ৯ প্রার্থী

খান জাহান আলী 24/7 নিউজ ::  যশোরে আসন্ন পৌর সভার নির্বাচন এখন টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। নির্বাচনে প্রার্থী নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে যশোর জেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের ০৩ (তিন) জন, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের ০৩ (তিন) জন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের প্রার্থী ০৩ (তিন) জন করে শোনা যাচ্ছে মোট ০৯ (নয়) জন প্রার্থীর নাম।

যশোর জেলা আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেলা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরি, যশোর কুইন্স হাসপাতালের পরিচালক হুমায়ুন কবীর কবু।

যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।

এছাড়া যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের প্রার্থী যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, বর্তমান ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকছিমুল বারি অপু, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

এরই মধ্যে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের উপস্থিতিতে একটি বর্ধিত সভা করেছে যশোর পৌর আওয়ামী লীগ। শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এই বর্ধিত সভায় আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নাম প্রস্তাব করা হয়। এসময় নেতৃবৃন্দ আরো দুই জনের নাম প্রস্তাব করেন। তারা দুই জন হলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু।

সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের প্রার্থী তালিকায় বর্তমান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নাম রয়েছে এমনটা শুনে সদর উপজেলা আওয়ামীলীগ রাজনীতিতে এম পি পন্থি নেতাকর্মীরা ইতিমধ্যে সমালোচনা শুরু করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যশোর জেলা আওয়ামীলীগের এমপি পন্থি এক সিনিয়ন নেতা বলেন, এমপি সাহেবের কথায় কথায় বিপুলের নাম চিন্তা করাটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। দীর্ঘদিন এমপি মহোদয়ের সাথে রাজনীতি করে এমন অনেক ত্যাগী নেতা এমন তালিকায় থাকলে আমরা খুশি হতাম। বিপুল সম্প্রতি সময়ে যশোরের রাজনীতিতে বেশ কিছু বাজে ইস্যুতে জড়িয়ে পড়েছে। আমরা চাই এমপি মহোদয় তার সুচিন্তিত দক্ষতা কাজে লাগিয়ে ভালো কোন গ্রহনযোগ্য প্রার্থীর নাম ঘোষনা করুক।

তিনটি গ্রুপের বাইরেও আরও একটি শক্তিশালী গ্রুপ আসন্ন পৌর সভার নির্বাচনে শক্ত প্রার্থীর নাম ঘোষনা করবেন বলে তথ্য মিলেছে। পুরো শহরে আওয়ামীলীগের একঝাঁক প্রবিণ-তরুণ রাজনৈতিক নেতাকর্মী নিয়ে সৃষ্ঠ নতুন একটি গ্রুপের নিজেস্ব প্রার্থী এই আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীতার দাবি জানাবে বলে জোর আলোচনা চলছে।

সম্প্রতি যশোর জেলা আওয়ামীলীগের রাজনীতিতে বেশ কয়েকটি গ্রুপ থাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ’র কাছে আলাদা আলাদা প্রার্থীর নাম পাঠাচ্ছেন প্রতিটি গ্রুপ প্রধাণ।

শ্রিঘ্রই যশোরে পৌর সভার নির্বাচনের তফসিল ঘোষনা হবে। উল্লেখ্য তিন গ্রুপের ০৯ জন প্রার্থীর মধ্যে বেশ কয়েকজন প্রার্থী এর আগে বিশেষ কয়েকটি নির্বাচনে নৌকার প্রার্থীতা চেয়েও পাননি। পাশাপাশি কয়েকজন বিতর্কিত কয়েকটি ইস্যুতে যশোরের রাজনীতি থেকে বিচ্ছিন্ন। আবার কেউ কেউ শুধু নামের প্রচারের জন্য এসব নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীতার দাবী করেন।

আরো সংবাদ