আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:০৯

যশোর পৌরসভা নির্বাচন, কোন ওয়ার্ডে কে জিতলো?

খানজাহান আলী 24/7 নিউজ: স্থগিত হওয়া যশোর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে আজ বুধবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে ভোটগ্রহণ। এই পৌরসভার নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়েছে। পৌর এলাকার ৫৫টি কেন্দ্রে ৪৭৯টি ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দিয়েছেন ভোটাররা। যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ৫০ শতাংশ ইভিএম মেশিন প্রস্তুত রাখা ছিলো।

নির্বাচনে ১ নং ওয়ার্ডে পাঞ্জাবি মার্কার প্রার্থী সাহিদুর রহমান রিপন ,২ নং ওয়ার্ডে পানির বোতল মার্কার প্রার্থী শেখ রাশেদ আব্বাস রাজ, ৩ নং ওয়ার্ডে গাজর মার্কার প্রার্থী শেখ মোকছিমুল বারী অপু, ৪ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প মার্কার প্রার্থী জাহিদ হোসেন মিলন, ৫ নং ওয়ার্ডে ব্লাকবোর্ড মার্কার প্রার্থী রাজিবুল আলম, ৬ নম্বর ওয়ার্ডে পাঞ্জাবি মার্কার প্রার্থী আলমগীর কবির সুমন , ৭ নং ওয়ার্ডে ব্লাকবোর্ড মার্কার প্রার্থী শাহেদ হোসেন নয়ন, ৮ নং ওয়ার্ডে উঠপাখি মার্কার প্রার্থী প্রদীপ কুমার নাথ বাবলু, ৯ নং ওয়ার্ডে পানির বোতল মার্কার প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান জয় লাভ করেছেন।

এর আগে যশোর পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে হাইকোর্টে  করা একটি রিটের প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশন ৩১ মার্চ নির্বাচনের জন্য দিন নির্ধারণ করে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্নের জন্য এক হাজার ৪৫০ জন নির্বাচনি কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার ২০০ জন সদস্য দায়িত্ব পালন করেছে। যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে তিনজন প্রার্থী থাকলেও বিএনপি প্রার্থী মারুফুল ইসলাম আগেই সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।  

এ পৌরসভায় কাউন্সিলর পদে ৪৭ জন এবং নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।পৌরসভায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৬ হাজার।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত