যশোর সদর উপজেলার পূর্ব বসুন্দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৪ বছর বয়সী শিক্ষার্থী মুক্তা খাতুনকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
আদালতের নির্দেশে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন ১২ মার্চ, মঙ্গলবার মামলাটি রুজু করেন। মামলায় আসামি করা হয়েছে নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামের মিলন হোসেনের ছেলে সাগর, মিলন হোসেন নিজে এবং তার স্ত্রী রুমা বেগমকে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।