
যশোর সদরের বসুন্দিয়ার ঘুনি-দলনঘাটা গ্রামে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হানিফার (১০) মৃত্যু হয়েছে। নিহত হানিফা ঘুনি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছিলো শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে।
পরিবারিক সূত্রে জানা যায়, হানিফা ঘুনি-দলনঘাটা মোড়ের দোকান থেকে রান্নার মসলা নিয়ে সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে, অপর দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে আঘাত করে। এ সময় হানিফা রাস্তার উপর ছিটকে পড়ে। মাথার পিছনে প্রচন্ড আঘাত পেয়ে ছটফট করতে থাকে। পরে তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় । শনিবার রাতেই ঢাকার ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রবিবার দুপুর সাড়ে বারোটার সময় চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে হানিফা মারা যান।
আহত শিশু ঘুনি গ্রামের বাসিন্দা লাভলুর ছেলে আবু হানিফা। একই এলাকার প্রতিবেশী চাচা সজীব বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠার সময় মুখোমুখি এ সংঘর্ষ হয়।