আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:০৪

যশোর বারান্দীপাড়া থেকে বৃদ্ধের লাশ, হত্যা নাকি আত্মহত্যা।

যশোর শহরের বারান্দিপাড়ায় ছেলের বাড়িতে প্রায় ৭০ বছর বয়সী এক মা গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সামান্য দুই টাকা দামের ব্লেড দিয়ে গলাকেটে আত্মহত্যার ঘটনা হাস্যকর-বলছেন স্থানীয়রা। নেপথ্যের রহস্য উদঘাটনে স্থানীয়রা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিহতের নাম ভানু বেগম (৬৯)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী। দু’একদিন আগে তিনি শহরের বারান্দিপাড়ায় ছেলে মোহাম্মদ ইসলামের বাসায় বেড়াতে আসেন। বুধবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন বলে পরিবারটি প্রচার দেন। পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালে উপস্থিত স্বজনরা মৃতদেহ ফেলে পালিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। এতে সন্দেহ আরও জোরালো হয়েছে।

আরো সংবাদ