আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৪

যশোর বাড়ান্দিপাড়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ২ নারী আহত।

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে ছুরিকাঘাত, আহত ২
যশোর শহরের কোতোয়ালি থানাধীন বারান্দি পাড়া সদ্দারপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই নারীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে।
আহতরা হলেন— স্মৃতি (৩০), স্বামী আব্দুর রহিম এবং শারমিন (২৫), স্বামী সবুজ হোসেন। তারা উভয়েই বারান্দি পাড়া সদ্দারপাড়া মসজিদ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বারান্দি পাড়া সদ্দারপাড়া মসজিদের সামনে একই এলাকার আলামিন (২০), পিতা আবু তালেব পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর হামলা চালায়। এ সময় অভিযুক্ত আলামিন ছুরি দিয়ে স্মৃতির বাম হাতের কব্জির ওপর কোপ দিলে তিনি গুরুতর জখম হন। হামলার সময় শারমিন এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->