আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১১

যশোর বিএনপি অফিস ভাংচুর আওয়ামীলীগের ৩ নেতা কর্মী আটক।

যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের মামলায় আরো তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, যশোর শহরতলীর খোলাডাঙ্গার আব্দুল মান্নানের ছেলে আল মামুন সাগর, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের হারান খাঁ’র ছেলে জাফর ওরফে ভোমর এবং শহরের টালিখোলা পানির ট্যাংকির পাশে মৃত আব্দুল কাদের ওরফে কাদের কসাইয়ের ছেলে আরশাদ হোসেন। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট এমএ গফুর।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত