আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৪৩

যশোর বিভিন্ন উপজেলা আ’লীগে রদবদল!

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার ক্ষমতাসীন দল আ’লীগের যশোর জেলার কয়েকটি উপজেলাতে কমিটি ঘোষনা করা হয়েছে। চৌগাছা উপজেলা আ’লীগ সভাপতি এসএম হাবিব সম্পাদক হলেন ফুলসরা ইউপি চেয়ারম্যান মাসুদ চৌধুরী।

মনিরামপুর উপজেলা আ’লীগ সভাপতি হলেন অধ্যক্ষ মাহমুদ হাসান এবং সম্পাদক হলেন প্রভাষক ফারুখ আহম্মেদ। এবং সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন-উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু

এছাড়া অভয়নগরে এনামুল হক বাবুল কে আহ্বায়ক করে অলিয়ার রহমান, ফরিদ জাহাঙ্গীর, সুশান্ত দাস শান্ত (পৌর মেয়র) ও
রবিন অধিকারী ব্যাচা কে যুগ্ম আহ্বায়ক করে ৪ সদস্যের আহবায়ক কমিটি দেয়া হয়েছে।
যশোর সদরে পূর্বে দায়িত্বপ্রাপ্তরাই বহাল রয়েছেন। দলের ত্রিবার্ষিক সম্মেলনের তিন বছর তিন মাস দশ দিন পর কমিটির এই তিন নেতার নাম ঘোষণা করা হলো। অন্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে বলা হয়েছে।
শনিবার বিকেলে দলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এই তিন নেতাকে অনুমোদন দেন।
এ সময় যশোর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত