আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:৩১

যশোর বিসিক ফ্যাক্টারীতে আগুনের সূত্রপাত কোথাথেকে সে বিষয়ে তদন্ত চলছে।

যশোর বিসিকের সোহান ফুডের ফ্যাক্টারীতে আগুন লেগেছে। সোমবার রাত ১০ টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের টিম কাজ করে ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো যানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১ টার পর হঠাৎ সোহান ফুডের একটি কক্ষদিয়ে আগুনের ফুলকা দেখতে পান। পরে তারা তাৎক্ষনিক ফায়ার সার্ভিসকে খবর দেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক কামাল উদ্দীন ভূইয়া বলেন, আগুনের সংবাদ শুনে তারা চারটি গাড়ি ঘটনাস্থলে যেয়ে কাজ শুরু করেন। প্রায় ৫০ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আনেন। এছাড়াও ঝিকরগাছা ইউনিটকে খবর দেয়া হয়েছিলো। কিন্তু তাদের আসার আগেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে তবে, ক্ষতির পরিমান এখনো জানা যায়নি বলে তিনি জানান। তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত কোথাথেকে সে বিষয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে যশোর বিসিকের হিসাব রক্ষক আব্দুল কুদ্দুস জানান, রাতে তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। যেয়ে দেখেন সোহান ফুডের একটি কক্ষে আগুন লেগেছিলো। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে কথা বলে জানতে পেরেছেন ওই কক্ষে বিভিন্ন ফয়েল কার্টুন, প্লাস্টিকের বাতিল পন্য ছিলো যা পুড়ে গেছে। এছাড়া ফ্রিজ, এসি ও মেশিনারিজ কিছু পণ্যেরও ক্ষতি হয়েছে।  তবে, দ্রুত আগুন নিয়ন্ত্রনে চলে আসায় বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি জানান। আগুনের সূত্রপাত কোথা থেকে তা জানা যায়নি বলেন মি.কুদ্দুস ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত