আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৩:৫৪

যশোর বেজপাড়ায় রহস্যজনক খুন!

আবুল বারাকাত (যশোর প্রতিনিধি):: যশোর বেজপাড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রমজান আলী নামে এক যুবককে খুনের ঘটনা ঘটেছে।
নিহত রমজান আলী বেজপাড়া তালতলার ভাগাটিয়া বাদশা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে একদল সন্ত্রসী যশোর শহরের বেজপাড়া কবরস্থান এলাকার এ্যাডভোকেট শরিফুল আলম মিলনের সুপারি বাগান থেকে ধাওয়া করে ডলারের বাড়ির পেছনে আসার পর বুক,পেট এবং হাতে ছুরিকাঘাত করার পর রক্তক্ষরনে রমজান আলী নামের ঐ যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) গোলাম রব্বানী ও কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে নিহত রমজানের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ চিহ্নিত ও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী বলছে, বেজপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী পেচো অর্ধডজন হত্যাসহ ডজনখানেক মামলার আসামি। তার সহপাঠি সেলিমের সহোযোগিতায় এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিল। এ নিয়ে তাদের প্রতিপক্ষের ইমন, রাব্বি ও সবুজের সাথে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে। একই সাথে হত্যাকান্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

আরো সংবাদ