আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৮

যশোর বেনাপোল সড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রান গেলো ১ জনের।

যশোরের বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা থানার সামনে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৩৮) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

নিহত রুহুল কুদ্দুস ঝিকরগাছা উপজেলার আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর-ন (১১-০৩৯৪) নম্বরের একটি মিনি পিকআপ ঝিকরগাছা থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শামীম এন্টারপ্রাইজ’ নামের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ চালক রুহুল কুদ্দুস।

খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন। পরে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বাসটি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->