আজ - শুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:১১

যশোর মুড়লী থেকে ১৭০০ পিস ইয়াবা সহ ৩ জন আটক।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আলাদা অভিযানে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার যশোরের রামনগর ইউনিয়নের মুড়লী খাঁপাড়া থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম ওরফে বিসমিল্লাহ (৪৩) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আছমত আলীর ছেলে। এছাড়া অপর এক অভিযান মনিহার এলাকার হামদান নামে একটি বাস কাউন্টারের সামনে থেকে ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং গ্রামের দুই সহদরকে আটক  করাহয়। এরা হলো ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে মিজানুর রহমান (২৬) ও ফেরদৌস আহমেদ (২২)। এই ঘটনায় কোতয়ালি থানায় আলাদা দুইটি মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত