প্রকাশিত : » ১৭ জুন ২০২২, সময়: » ৩:৩১ অপরাহ্ণ, পঠিত: » 491 views
১৬জুন) বৃহস্পতিবার যশোর খুলনা মহাসড়কের রাজারহাট কেয়া হেটলের সামনে থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর।
বৃহস্পতিবার এসআই আমিরুল ইসলাম,এএসআই মোঃ ইমদাদুল হক এর সমন্বয়ে একটা চৌকস টিম যশোর রাজারহাট এলাকায় অভিযান পরিচালনা করে যশোর রামনগর পিয়ার আলীর ছেলে মোঃ ফিরোজ হোসেন (২৭) ও মৃত রফিকুল ইসলাম এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকা মৃল্যের ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ সংক্রান্তে এএসআই মোঃ ইমদাদুল হক বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।