আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৪

যশোর রামনগরে স্বামীর উপরে অভিমান করে বিষ পানে স্ত্রীর আ ত্মহত্যা।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বিষপান করে সম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সম্পা খাতুন রামনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টার সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর ওপর অভিমান করেন সম্পা খাতুন। একপর্যায়ে তিনি নিজ বাড়িতে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->