আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৩৯

যশোর শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্র রাসেল নিহত।

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে। সে সেতাই এসিআই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুল ছুটির দিনে রাসেল ও কয়েকজন বন্ধু মিলে গ্রামের মাঠের একটি আমবাগানে পিকনিকের উদ্দেশ্যে কাঠ-খড়ি কুড়াতে যায়। এসময় আমগাছের ভাঙা ডাল আনতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে রাসেল। এতে সে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->