আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৮

যশোর সদর উপজেলা সহ ১০ জেলায় শূণ্য পদে উপনির্বাচনের তফশিল ঘোষনা

যশোরের সদর উপজেলা জেলাসহ দেশের মোট ১০টি জেলার আটটি উপজেলার চেয়ারম্যান ও দুটি উপজেলার ভাইস চেয়ারম্যানের শূণ্য পদে নির্বাচনের তফশিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলায় নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন। ১৪ সেপ্টেম্বর ১৭,০০,০০০০,০৭৯,৪০,০২৮, ১৯-৮৮ স্মারকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মা্সে আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যশোরের সদর উপজেলা, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা, মাদারীপুরের শিবচর উপজেলা, বাগেরহাটের শরণখোলা উপজেলা, খুলনার পাইকগাছা উপজেলা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা, নওগাঁর মান্দা উপজেলায় চেয়ারম্যান এবং কক্সবাজারের টেকনাফ উপজেলা ও দিনাজপুরের সদর উপজেলার ভাইস চেয়ারম্যানের শূণ্য পদে ২০ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে যশোরের সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন ঘোষিত  তফশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, যাচাই বাছাই ২৬ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত