আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:০১

যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ আর এই পৃথিবীতে নেই!

খানজাহান আলী নিউজ ডেস্ক: যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। নিহতের স্ত্রী মীনা পারভীন জানান, তিনি মাইকার্ডিয়াক ইনফেকশনে (এমআই) ভুগছিলেন। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। হাসপাতালের কার্ডিয়াক বিভাগের ডা. আবু হায়দার মো. মনিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রফেসর মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দেড়বিন্নি গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আরো সংবাদ