আজ - বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:১১

যশোর সার্কিট হাউজের সামনে থেকে ইয়াবসহ নারী মাদক ব্যবসায়ী আটক

যশোরে সোনিয়া নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৪শ’৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব। (১৬ আগস্ট) মঙ্গলবার রাতে যশোর সার্কিট হাউজের সামনের মুজিব সড়ক থেকে তাকে আটক করা হয়।

সোনিয়া শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার ইসাহাকের স্ত্রী।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি টিম সার্কিট হাউজের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সন্দেহজনক ভাবে সোনিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪শ’৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সোনিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছে র‌্যাব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত