আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২০

যশোর স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-২০ একাডেমি কাপ

দীর্ঘ দিন ধরে যশোরে ভালোমানের ক্রিকেটার তৈরি হচ্ছে না। আর বাংলাদেশ ক্রিকেট দলে যশোরের নেতৃত্ব শূন্যতা পূর্ণ করতে এবার জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি হাতে নিয়েছে নতুন উদ্যোগ। এরই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে টি-২০ একাডেমি কাপ ক্রিকেট। সব ঠিক থাকলে আগামী ১১ জানুয়ারি খেলা মাঠে গড়াবে। ইতিমধ্যে মাঠে ঘাস কেটে, পানি দিয়ে রুলার করা, পিচ তৈরিসহ সকল কাজ শেষের দিকে বলে জানিয়েছেন ক্রিকেট পরিষদের সম্পাদক ও ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান সহ-সমন্বয়কারী সোহেল মাসুদ হাসান টিটো।

যশোর জেলা ক্রীড়া সংস্থা সূত্র মতে, আগামী ১১ জানুয়ারি যশোরে টি-২০ একাডেমি কাপ ক্রিকেট মাঠে গড়াবে। আর এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে। এবারের প্রতিযোগিতায় চৌগাছা ক্রিকেট একাডেমি, মণিরামপুর ক্রিকেট একাডেমি, কেশবপুর ক্রিকেট একাডেমি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, বেনাপোল ক্রিকেট একাডেমি, বসুন্দিয়ার মুসলিম ফ্রেন্ডস, শহরের এবি ক্রিকেট একাডেমি, দেশ ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট কোচিং সেন্টার, ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি, যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও মডেল ক্রিকেট কোচিং সেন্টার খেলবে। এসব দলগুলোকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। লিগ পদ্ধতিতে হবে খেলা। গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে সেমিফাইনালে। চতুর্থ দল হিসেবে তিন গ্রুপে রান রেটে শীর্ষ থাকা দলটি পাবে সেমির টিকিট। নিজ নিজ একাডেমির অনূর্ধ্ব-১৪ থেকে ১৮ বছরের খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির সমন্বয়ক শিমুল বিশ্বাস শিমু বলেন, ‘দীর্ঘ দিন বাংলাদেশ ক্রিকেট দলে যশোরের নেতৃত্ব শূন্যতা রয়েছে। আর এ শূন্যতা পূর্ণ করতে উপজেলাগুলোতে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আর এবার বড় আসরে আগামী ১১ জানুয়ারি টি-২০ একাডেমি কাপ ক্রিকেট মাঠে গড়াবে। এখান থেকে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ খেলোয়াড় বাছাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তত্ত্বাবধানে অনুশীলন করানো হবে।’
ক্রিকেট পরিষদের সম্পাদক ও ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটি প্রধান সহ-সমন্বয়কারী সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ‘ইতিমধ্যে মাঠে ঘাস কেটে, পানি দিয়ে রুলার করা, পিচ তৈরিসহ সকল কাজ শেষের দিকে। ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে যশোরের ক্রিকেটকে ঢেলে সাজানো হচ্ছে। আশা করছি নতুন এই উদ্যোগের মাধ্যমে যশোরে ক্রিকেটের হারানো গৌরবকে ফিরিয়ে আনা সম্ভব।’

আরো সংবাদ