আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৪২

যশোর ৬ সহ সব উপ নির্বাচন স্থগিত

ন্যাশনাল ডেস্ক : বিশ্বব্যাপী কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রকোপের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থগিত করা হলো বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বন্ধের দাবি তোলা হয় বিভিন্ন মহল থেকে। যদিও কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে।তীব্র বিতর্কের মুখে অবশেষে শনিবার বেলা সাড়ে ১১টায় এ নিয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সব ধরনের ভোট স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত