আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০০

যুবককে প্রকাশ্যে কুপিয়ে হ ত্যা আসামিদের ধরতে পুলিশের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আহমেদ শরীফ (৪৫) নামে এক যুবককে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়ায় গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ ওই এলাকার মৃত বিশারত আলীর ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন

এ ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তারা হলেন- একই এলাকার ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫) ও সেলিমের ছেলে সোয়েব (৩৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিপক্ষ আনসার জোয়ার্দারসহ তার লোকজনের সঙ্গে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ ছিল আহমেদ শরীফদের। রোববার সন্ধ্যায় প্রতিপক্ষ আনসার জোয়ার্দার ও তার সঙ্গী ফরিদ উদ্দীন শরীফ এবং তার আত্মীয়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসারের লোকজন শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে আরও তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দু’পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ নিয়েই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

আরো সংবাদ