আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

যে কোন ফলফল মেনে নিব, মিডিয়ার জন্য সাধারনের প্রবেশ বিঘ্নিত হচ্ছে: খালেক।

নাঈম সাব্বির: খুলনা সিটি করপোরেশন নির্বাচনের  ফলাফল যাই হোক, তা মেনে নিবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। মঙ্গলবার ১৫ মে খুলনা সিটি করপোরেশনের ভোটগ্রহণশুরুর পরপরই নিজের ভোট দিয়ে এই কথা বলেন নৌকা প্রার্থী খালেক। তিনি নগরীর সাউথ সেন্ট্রাল রোডে পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

খুলনার উন্নয়নে মানুষ নৌকায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করে আব্দুল খালেক জানিয়েছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছি। ফলাফল যাই হোক মেনে নেব।’

এদিকে মিডিয়ার জন্য সাধারণ মানুষ ভোট কেন্দ্রে ঢুকতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা), বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।

আরো সংবাদ