আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০০

রাজধানীর কাওলায় কিশোরীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। শনিবার সকালে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওসিসির সমন্বয়ক ডাঃ বিলকিস বেগম বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে সকালে আমাদের এখানে নিয়ে আসা এসেছে। তার ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর গণধর্ষণের শিকার হয়েছে কি না তা পূর্ণাঙ্গ রিপোর্ট জানা যাবে। বর্তমানে মেয়েটির শারিরীক অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। অসুস্থ কিশোরীটিকে হাসপাতালে নিয়ে আসে এক কিশোর। সে  জানায়, ওই কিশোরীসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে স্থানীয় রাজুসহ তিনজন কিশোরীটিকে ডেকে কাউলার একটি ঝোঁপঝাড়ে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে সে সহ অন্যরা কিশোরীটিকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির  ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে।

আরো সংবাদ