আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১০

রাজধানীর মুগদার মানিকনগরের কুমিল্লা পট্টির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মুগদার মানিকনগরের কুমিল্লা পট্টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা তিনটা ২০ মিনিটের দিকে সেখানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের কক্ষ থেকে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল বলে জানিয়েছিলেন নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম। পরে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

কুমিল্লা পট্টির ওই স্থাপনাগুলো টিনশেডের বলে জানানো হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি।  

আরো সংবাদ