আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৮:০৩

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৫ মৃত্যু

লেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ১০ জন, নাটোরের একজন, পাবনা, নওগাঁ ও মেহেরপুরের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ, আটজন উপসর্গ নিয়ে এবং দুইজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৯৮জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪১৭টি নমুনা পরীক্ষায় ১৪৫জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ১৪৭টি নমুনা পরীক্ষায় ৩০ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ২০দশমিক  ৪০ শতাংশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত