আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:০৪

রাজীব হত্যায় পুলিশ সদস্য আটক

যশোর শহরের পুরাতন কসবা নিরিবিলি পাড়ার বজলুর রহমানের ভবন নির্মাণকালে মাটি খুঁড়ে একটি নীল রং এর ড্রামে পাওয়া নিহত রাজিব হোসেন কাজী (৩৪) হত্যা মামলার আরেক আসামি পুলিশ সদস্য খায়রুজ্জামান শিহাবকে (৩৫) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।

গত শুক্রবার বিকেল ৩টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার সরকার পাড়ার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। শিহাব লোহাগড়ার লষ্করচর গ্রামের আবুল হাসানের ছেলে।

পিবিআই জানিয়েছে, ২০২২ সালে ৩০ মে পুরাতন কসবা নিরিবিলি পাড়ার বজলুর রহমানের ভবন নির্মাণকালে মাটি খুড়ে একটি নীল রংয়ের ড্রাম পাওয়া যায়। ওই ড্রামের ভেতর থেকে মানুষের কংকাল উদ্ধার হয়। এরপর থেকে পুলিশ ওই কংকাল কার তা প্রমাণে তৎপর হয়।

পিবিআই জানতে পারে খুলনার দিঘলিয়া উপজেলার চান্দালি গ্রামের ফারুক হোসেনের ছেলে রাজিব হোসেন কাজী এক সময় পুরাতনকসবা এলাকায় কাজ করতেন। যেখানে কংকাল পাওয়া যায় সেখানে ছিলো ওই এলাকার সেখ সজিবুর রহমানের অফিস। রাজিব হোসেন কাজী ব্যবসায়ী সজিবুর রহমানের অফিস ও বাসায় কাজ করতেন। রাজিব হোসেন ২০১৬ সালে ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তার পিতা ফারুক হোসেনকে ফোন দিয়ে জানান তিনি বাড়িতে আসছেন। এরপর থেকে তিনি বাড়িতে ফেরেননি। তাকে না পেয়ে তার বাবা-মা যশোরে আসেন। কিন্তু কোনো খোঁজ না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যান। দীর্ঘদিন পর যখন পুরাতনকসবা এলাকায় মানুষের কংকাল উদ্ধারের সংবাদ পান সে সময় তারা ফের যশোরে আসেন এবং পুলিশের কাছে ওই কংকাল তার ছেলের বলে দাবি করেন। পরে পুলিশের সহায়তায় ওই কংকালের ডিএনএ টেস্ট করানো হয়। টেস্টে ওই কংকাল ফারুক হোসেন ও মাবিয়া বেগমের যৌবিক সন্তান বলে রায় দেন। এরপর পিবিআই শেখ সজিবুর রহামান, হুমায়ুন কবির খান বাবু ও সাইফুল হক লিটনকে আটক করে। তারা আদালতে জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে পুলিশ সদস্য খায়রুজ্জামান শিহাবের নাম আসে। সেই সময় যশোরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ফলে তাকে আটক করা হয়।

এর আগে আরো দুইজনকে আটক করে পিবিআই। এরা হলো, শহরের পুরাতন কসবা নিরিবিলি পাড়ার রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফার ছেলে জয়নাল হাওলাদার ও লিচুতলার রাজা-বাদশার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল মান্নানের ছেলে ইব্রাহিম মোল্লা।

আরো সংবাদ