আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫৮

রামনগরে আ’লীগ সহ সভাপতি গোবিন্দ সরকারের দোকান উদ্বোধণ

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নে রড, সিমেন্ট, বালু, ইটসহ নানা ধরনের নির্মাণসামগ্রীর দোকান উদ্বোধন হয়েছে।

আজ বুধবার বিকেলে রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা বটতলা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গোবিন্দ সরকারের ব্যবসা প্রতিষ্ঠান “সরকার এন্টারপ্রাইজ” এর শুভ উদ্বোধণ করেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

হাতের কাছেই এখন এসব নির্মাণসামগ্রী পেয়ে খুশি এলাকাবাসী। তাছাড়া গোবিন্দ সরকার একজন সরল ও সাদা মনের মানুষ এমনটায় বলছেন তারা। ভালো মানের রড, সিমেন্ট, বালু, ইটসহ নানা ধরনের নির্মাণসামগ্রী হাতের কাছে ও ন্যায্য মূল্যে পেলে এ অঞ্চলের মানুষ “সরকার এন্টারপ্রাইজ” থেকেই নির্মাণসামগ্রী ক্রয় করবেন।

এসময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসান লাইফ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছমির উদ্দিন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খন্দকার আলম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমল বাইন, সাধারণ সম্পাদক জামারুল বিশ্বাস প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত