আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩০

রামনগর আ’লীগের ৪ নং ওয়ার্ডের সম্মেলন সভাপতি নিজাম সম্পাদক সাদ্দাম।

বাংলাদেশ জিন্দবাদ স্লোগান দেওয়ায় রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আ‘লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি জাফর বিশ্বাস কে কেন স্থায়ী ভাবে দল থেকে বহিষ্কার করা হবেনা তা নিয়ে প্রশ্ন জনমনে!

স্টাফ রিপোর্টার :: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রত্যক্ষ ভোটে নিজাম উদ্দীন সভাপতি ও সাদ্দাম হোসেন  সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার বিকাল ৫ টায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর বিশ্বাসের সভাপতিত্বে এবং  সাধারন সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি মোহিত কুমার নাথ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসু , রামনগর ইউপি চেয়ারম্যান নাজনীন নাহার, জেলা কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতলেব বাবু জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ সম্মেলনটির উদ্বোধন করেন রামনগর ইউনিয়ন আ‘লীগ সভাপতি মসলেম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতা বিরোধী কোন ব্যাক্তি বাংলাদেশ আওয়ামীলীগে থাকতে পারবে না এবং আওয়ামীলীগের বিরূদ্ধে কোন ষড়যন্ত্রকারী যেন দলে প্রবেশ করতে না পারে। সেইজন্য আমাদের সকলের সজাগ থাকতে হবে।

আরো সংবাদ