আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০৩

রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলস ও আড়াইহাজারে এইচপি কেমিক্যাল কারখানায় ভ’য়া’ব’হ আ’গু’ন

নারায়ণগঞ্জে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার নান্নু স্পিনিং ও পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার তিনগাঁও এলাকার এইচ পি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে একই সময় পৃথক এই দুই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এলেও এইচপি কেমিক্যাল কারখানার আগুন এখনও বাড়ছে। সে কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, এক কিলোমিটারের ব্যবধানে অবস্থিত রূপগঞ্জের নান্নু স্পিনিং এবং আড়াইহাজারের এইচপি কেমিক্যাল কারখানায় দুপুর দেড়টার দিকে কাকতালীয়ভাবে একই সময় আগুন লাগে।

তিনি বলেন, খবর পেয়ে নারায়ণগঞ্জ, মাধবদী, আড়াইহাজার, কাঞ্চন ও সারুলিয়া ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট পৃথক কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা সাড়ে ৩টার দিকে একঘণ্টার চেষ্টায় নান্নু স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এলেও এইচপির আগুন ক্রমেই বাড়ছে।

প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট রিপ্রেজেনটেটিভ রওশন হক মল্লিক জানান, তাদের প্রতিষ্ঠানে ১৫০ জন শ্রমিক কাজ করেন। হঠাৎ মজুত করা কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সেখানে ১০০ টনের অধিক কেমিক্যালের মজুত ছিল। প্রতিষ্ঠানে প্রতিদিন ৪০ টন হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদন হয়।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত