আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৪৬

রূপদিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

মহিউদ্দিন সানি, যশোর থেকে।। যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ট্রাকের ধাক্কায় জহুরুল ইসলাম নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে নতুন বাসস্ট্যান্ডের সামনে এ দুরর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম মনিরামপুর উপজেলার কুয়াদা বলিয়ানপুরে মৃত হামিদ বিশ্বাসেস ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ভ্যানচালক কুয়াদা থেকে রূপদিয়া বাজারে একটি ভাড়া চুক্তিতে আসছিলো। পথিমধ্যে দুর্ঘটনাস্থলে খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে ঐ ভ্যানে ধাক্কা দিলে ভ্যানচালক ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ঘাতক ট্রাকটি দ্রুতই সটকে পড়ে।

এ বিষয়ে নরেন্দ্রপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সুপ্রভাত মন্ডল জানান, সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করি। পরে মৃতদেহ যশোর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করি।

নিহত ঐ ভ্যানচালন পাঁচ ভাই ও আট বোনের মধ্যে নোয়া। তিনি দুই মেয়ে ও এক ছেলের পিতা।

আরো সংবাদ