আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:২৪

রেকর্ড করলো সালমান-দিশার গান

চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমান-দিশার নতুন সিনেমা ‘রাধে : দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। তবে সিনেমাটি মুক্তির আগেই এর গান ‘সিটি মার’ তৈরি করল নতুন মাইলফলক।

বলিউডের মুক্তিপ্রাপ্ত গানগুলোর মধ্যে সবথেকে দ্রুত ১০০ মিলিয়ন ইউটিউব ভিউয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে গানটি।

সম্প্রতি এসকে ফিল্মস তাদের এক টুইট বার্তায় জানায়, ‘#সিটি মার অবশেষে সব থেকে দ্রুত ১০০ মিলিয়ন ইউটিউব ভিউয়ের নতুন রেকর্ড সৃষ্টি করতে সমর্থ হয়েছে।আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। গানটি দেখতে থাকুন।’

গানটি নতুন এই রেকর্ড সৃষ্টি করতে সময় নিয়েছে ১০ দিন। এর আগে এই রেকর্ডটি ছিল রণভীর সিং এবং সারা আলি খানের ‘আঁখ। মারে’ গানটিতে। ‘সিম্বা’ সিনেমার গানটি মাত্র ১১ দিনে এই রেকর্ড সৃষ্টি করেছিলো। এরপর নোরা ফাতেহির দিলবার ১০০ মিলন রেকর্ড করতে সময় নিয়েছিল ১২ দিন।

তবে মুক্তির প্রথম দিন থেকেই ‘সিটি মার’ গানটি বেশ ভালো অবস্থান করে নিয়েছিল।

ইউটিউবে গ্লোবালি প্রথম স্থান অধিকার করা এবং টুইট ট্রেন্ডিংয়েও প্রথমে চলে গিয়েছিল তারা। সিটি মার গানটিতে সংগীত সংযোজনের কাজ করেছেন দেভি শ্রী প্রসাদ। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন শেখ জনি বাসা।

অপরদিকে গানটিতে কণ্ঠ দিয়েছেন লুলিয়া ভান্তুর এবং কামাল খান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত