আজ - রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৬:৪৮

রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিন, যা খরচ হবে সবটাই বহন করবো: তুরস্ক

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি ফের আহবান জানিয়েছে তুরস্ক। শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসওগলু এই আহ্বান জানান।

 

মেভলুত কাবুসওগলু ঘোষণা করেছেন, বাংলাদেশ সীমান্ত খুলে দিলে রোহিঙ্গাদের জন্য যা খরচ হবে তার সবটাই বহন করবে তুরস্ক।

 

তিনি আরো বলেন, আমরা ওআইসিভুক্ত দেশগুলোর সাথে যোগাযোগ রাখছি। খুব শীঘ্রই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্মেলন হবে।

 

তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য তুরস্কের মতো আর অন্য কোনো দেশ সাহায্যে নিয়ে এগিয়ে আসেনি। তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান ইতিমধ্যে রোহিঙ্গাদের সমস্যা কিভাবে সমধান করা যায় তা নিয়ে ১৭টি সরকার প্রধানের সাথে টেলিফোনে কথা বলছেন।

 

আরো সংবাদ