প্রকাশিত : » ১৮ সেপ্টেম্বর ২০২০, সময়: » ৭:২৮ অপরাহ্ণ, পঠিত: » 704 views
আবুল বারাকাত : আসন্ন আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বর্তমান যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।
শাহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাশায় আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর মাহমুদ হাসান লাইফের উদ্যোগ এবং আয়োজনে রামনগর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়।
রামনগর ইউনিয়ন এর ০১ নং ওয়ার্ড এর মোবারক কাটি কলোনি জামে মসজীদ,
অনুষ্ঠানে মসল্লিগন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা, প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা ও শাহারুল ইসলামের নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশায় ও আল্লাহ পাক যেন সকলের দোয়া কবুল করে তাকেই আগামী দিনে আরও বৃহৎ পরিসরে জনগণের সেবা করার লক্ষ্যে নৌকা প্রতিকে মনোনীত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সে জন্য প্রানভরে দোয়া করেন।
আজকের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ব-স্ব এলাকার আ’লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ সাধারণ মুসল্লীগন। একই সাথে দোয়া অনুষ্ঠানকারীগন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেছেন।