আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪৫

লাঞ্ছিত হওয়ার পর ভিপিকে যে নাস্তা খাওয়ালেন উপাচার্য

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে লাঞ্ছিত হওয়ার ঘটনায় উপাচার্যের সঙ্গে বৈঠক বুধবার (০৩ এপ্রিল) সকালে বিচার চাইতে গেলে উপাচার্য মো. আখতারুজ্জামান ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হকসহ সবাইকে নাশতা করান।

নাশতার মেন্যুতে ছিল দুটি পরোটা, একটি ডিম ভাজি, সবজি ভাজি ও একটি কলা। সকাল সাড়ে ৯টার পর উপাচার্যের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপাচার্যের সঙ্গে আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে লাঞ্ছনার প্রতিবাদে দেয়া কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ডাকসু ভিপি জানান, উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আবারো কর্মসূচি দেয়া হবে।

তবে ডাকসুর ভিপি পদ ব্যবহার করে নূরুল হক নুর মৌলবাদী রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এজিএস সাদ্দাম হোসাইন। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম হলের ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

আরো সংবাদ