আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০৭

শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

যশোরের শার্শায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শার্শা থানায় রোববার (৩০ মে) একটি মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে ইসরাফিল হোসেন (৩০) ও একই গ্রামের নাজমুুল হুদার ছেলে তুহিন (২৭)।

স্থানীয়রা জানায়, শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি দীর্ঘদিন বিদেশে থাকায় তার স্ত্রীকে একই গ্রামের ইসরাফিল নানান রকম কুপ্রস্তাব দিয়ে আসছিল। সে প্রস্তাবে সাড়া না পেয়ে শনিবার (২৯ মে) রাত ৯টার দিকে ইসরাফিল ও তুহিন ওই নারীকে বাড়ি থেকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিকেলে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার হওয়া ওই নারীকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সোমবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে পাঠানো হবে।

আরো সংবাদ