আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৫৭

শাহীন চাকলাদার’ই কেশবপুরে নৌকার মাঝি – উচ্ছাসিত গোটা কেশবপুর।

স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার’ই হলেন চূড়ান্ত নৌকার মাঝি।
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় শাহিন চাকলাদার কে সংসদীয় আসন যশোর-৬ এ নৌকার মনোনয়ন দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাত ১১ টার দিকে এ খবর গণমাধ্যমে প্রকাশিত হলে কেশবপুরে আনন্দের ঢল নামে। গণমানুষের নেতাকে বরণ করে নিতে রাস্তায় লাখো জনতার জনস্রোত কাণায় কাণায় ভরে ওঠে।

একই আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন শেখ আব্দুর রফিক, মো. আব্দুল মান্নান, এইচএম আমির হোসেন, ওয়াহিদ সাদিক, নওরিন সাদিক, তাপস কুমার দাস, হোসাইন মোহাম্মদ ইসলাম, শ্যামল সরকার, শেখ আব্দুল ওহাব, মো. কামরুজ্জামান (আইনজীবী), তানভীর আহম্মেদ বিপু ও জয়দেব নন্দী।

এদিকে শাহীন চাকলাদার কে মনোনয়ন প্রদান করায় কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহল আমীন, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কার্যানির্বাহী কমিটির সদস্য শেখ মনি, জাহাঙ্গীর আলম, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সেলিম খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক আবু হাসান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল , সাধারণ সম্পাদক মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য রেহেনা ফিরোজ, ইউপি সদস্য সন্ধ্যা রানী, সাবেক ইউপি সদস্য শরিফা খাতুন মধু, মহিলা আওয়ামী লীগনেত্রী সালমা বেগম, কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আযাহারুল ইসলাম মনিক, ১নং ত্রিমহোনি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন, ২ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ৪ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুন্নাব হোসেন, বাদশা, ১১ নং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুমন রায়হান, যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন। উপজেলা ছাত্রলীগ নেতা শাহারিয়ার হাবিব, শারাফাত হোসেন সোহান ও ছাত্রলীগ নেতা রিফাত প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এছাড়াও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারন সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এমএম রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়েছেন।

আরো সংবাদ