আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:১৩

শাহীন চাকলাদারের ঐতিহাসিক কর্মী সমাবেশ। স্মরণকালের সেরা বলছে যশোরবাসী!

স্টাফ রিপোর্টার : যশোরে ঐতিহাসিক মহিলা কর্মী সমাবেশ করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। আজ সোমবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এই কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।

এসময় শাহীন চাকলাদার বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী-পুরুষের সমাধিকার প্রতিষ্ঠা হয়েছে তা এই কর্মী সমাবেশ প্রমাণ করে। নারীরা এখন অনেক বেশি সচেতন হয়েছেন। নারীদের এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি  নারীরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। তাই দেশের আর্থিক অবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে। এজন্য আজকের এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’ এছাড়া শাহীন চাকলাদার সমাবেশ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ‘মাস্টার মাইন্ড’ তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রায় দশ সহস্রাধিক ধারণ ক্ষমতার ঐতিহাসিক যশোর টাউন হল ময়দানে সমাবেশ শুরুর আগেই আওয়ামী লীগের নারী নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সমাবেশ স্থালে জায়গা সংকটের কারণে অনেকে বাইরের বিভিন্ন সড়কে অবস্থান নেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর শেখ রোকেয়া পারভীন ডলি, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদা পারভীন, যশোর জেলা পরিষদের সদস্য হাজেরা পারভীন, যশোর শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজা আক্তার গিনি, সাধারণ সম্পাদক রেহেনা পারভীন, সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক শেখ সাদিয়া মৌরিন প্রমুখ।

এসময় যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, মীর জহুরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, কৃষি বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য শাহারুল ইসলাম, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ