আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৫৫

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, শিগগিরই সিদ্ধান্ত

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না, আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোন সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট সবাইকে ডেকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। তারা প্রিভিউ করবে আমরা (শিক্ষাপ্রতিষ্ঠান) খুলব কি না এবং কখন খুলব। কুইকলি খোলা যায় কি না, কী পদ্ধতিতে খুলব- যাতে সেইফটিও ঠিক থাকে, একইসঙ্গে লেখাপড়াও হয়। কারণ, এতদিন হয়ে গেছে। অন্যান্য দেশে ভার্চুয়ালি শিক্ষাপ্রতিষ্ঠান খোলাই আছে। সেইসব দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- আপনারা বসে চিন্তা-ভাবনা করেন আমরা খুলে দিতে পারি কিনা।’

আনুমানিক কোন তারিখের কথা বলা হয়েছে- এ বিষয়ে তিনি বলেন, ‘না কোন তারিখের কথা বলা হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে….গ্রামে-গঞ্জে দেখা গেছে ছেলেমেয়েরা একটু ফ্রিলি মুভ করছে। উনি (প্রধানমন্ত্রী) যেটা বলেছেন, আগে শিক্ষক ও কর্মচারীদের ভ্যাকসিনটা আগে কনফার্ম করতে হবে।’

জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ে শিক্ষার্থীরা গেট ভেঙে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। এ বিষয়ে কোন আলোচনা হয়েছি কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল বলেন, ‘এটা আলোচনা হয়নি। তবে এটা আলোচনা হয়েছে যে, বিশেষ করে যারা আবাসিক শিক্ষার্থী তাদের সেইফটিটাই হলো সবচেয়ে বড় রিস্কের বিষয়। তাদের জন্য সেইফটি মেজার্স নিয়ে কীভাবে স্কুল-কলেজ খোলা যায়, সেটা দেখার জন্য বলা হয়েছে।’

তবে কী বিষয়টি এমন দাঁড়ালো যে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহে না হলে আমরা আগামী রবি-সোমবারের মধ্যে ইনশাআল্লাহ বসে যাব। বিশেষজ্ঞ, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের সবাইকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নিতে পারব।’

আমরা কী বলতে পারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির পদক্ষেপ নিচ্ছে সরকার- এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সরকার বিষয়টি বিবেচনা করছে। সরকার খোলার পরিবেশটা প্রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ৫-৬ দিনের মধ্যে একটা মিটিংয়ে বসে যাব ইনশাআল্লাহ। এটা আন্তঃমন্ত্রণালয় মিটিং হবে। কারণ অনেককে লাগবে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত